You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্য সহায়তা সেবা দিতে ৪ নেটওয়ার্ক গঠনের সুপারিশ কমিশনের

স্বাস্থ্য সহায়তা সেবা দিতে এবং স্বাস্থ্যসেবার প্রাপ্যতা, গুণগত মান এবং আওতা বাড়াতে চারটি জাতীয় সহায়তা নেটওয়ার্ক গঠনের সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন।

প্রস্তাবিত এই নেটওয়ার্কগুলো হলো—জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক (এনপিএন), জাতীয় রোগনির্ণয় পরীক্ষাগার নেটওয়ার্ক, জাতীয় রক্ত সরবরাহ নেটওয়ার্ক এবং জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক।

গত সপ্তাহে জমা দেওয়া কমিশনের প্রতিবেদনে বলা হয়, প্রতিটি সেবা নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী পরিচালিত হবে এবং নিজস্ব সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশে আন্তঃসংযুক্ত থাকবে। যার মাধ্যমে মানুষ সহজে, দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এসব সেবা যাতে পায় তা নিশ্চিত করা যায়।

এসব সুপারিশ এসেছে এমন এক সময়ে, যখন জরুরি স্বাস্থ্যসেবার জন্য সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়।

কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় চার লাখ নিবন্ধিত ফার্মেসি রয়েছে এবং গড়ে ২২০টি ফার্মেসি প্রতিদিন অনুমোদন পাচ্ছে। তবে এসব ফার্মেসির বেশিরভাগই প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই পরিচালিত হয়, যার ফলে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত বিক্রি, ওষুধের ব্যাপক অপব্যবহার এবং একটি অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতির সৃষ্টি হয় বলে বলা হয়েছে প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন