You have reached your daily news limit

Please log in to continue


চলে গেলেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন বব কাউপার। ৮৪ বছর বয়সে নশ্বর পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ও আইসিসির সাবেক ম্যাচ রেফারি।

মেলবোর্নে শনিবার সকালে মারা গেছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা কাউপার। তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৯৬৪ থেকে ১৯৬৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে তিনি খেলেন ২৭ টেস্ট। ৫ সেঞ্চুরিতে ৪৬.৮৪ গড়ে রান করেন ২ হাজার ৬১ রান। অফ স্পিনে উইকেট নেন ৩৬টি।

তার ক্যারিয়ার সেরা ইনিংস ১৯৬৫-৬৬ মৌসুমের অ্যাশেজে মেলবোর্নে ৩০৭, যা তাকে জায়গা করে দেয় রেকর্ড বইয়ে।

একই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৯ রান করে আউট হয়েছিলেন তিনি। সিডনিতে তৃতীয় টেস্টে খেললেন ৬০ রানের ইনিংস। তারপরও অ্যাডিলেইডে চতুর্থ টেস্টের একাদশে জায়গা হারান তিনি। মেলবোর্নে শেষ টেস্টে একাদশে ফিরেই ওই ট্রিপল সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি সেটি, টেস্ট ইতিহাসের দশম। বিংশ শতাব্দীতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে একমাত্র ট্রিপল সেঞ্চুরিও সেটিই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন