‘গুলমোহরের’ ট্রেইলারে যা দেখালেন শাওকী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৮:১৪

একটি বাড়িকে ঘিরে নানা রকম দ্বন্দ্ব, অপহরণ, অবিশ্বাস ও রাজনীতির ছায়া মেলে প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ ‘গুলমোহরের’ ট্রেইলার।


সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত 'গুলমোহরের’ এক মিনিট ৫৩ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, বাবার মৃত্যুর পর তাদের বাড়িকে ঘিরে নানা রকম জটিলতায় জড়িয়ে পড়েন উত্তরাধিকারেরা। এমনকি অপহরণের ঘটনাও ঘটে।


ট্রেইলারের ভিডিওতে সংলাপে শোনা যায়, “শত্রুর অভাব নেই এই পরিবারের, সময়ের সঙ্গে সঙ্গে সব ধরনের গদির মালিকানা বদলানো দরকার। দ্বন্ধ, সংঘাত, মারপিট এমন নানা কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে উঠে আসতে থাকে সেই পরিবারের সাজানো ভাবমূর্তির পেছনে লুকিয়ে থাকা বিস্ময়কর সব সত্য।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও