
সামাজিক মাধ্যমে বেশি নেতিবাচক অভিজ্ঞতার মুখে পড়ে মেয়েরা
মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া টিনএজার ছেলেদের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সমস্যা বা নেতিবাচক অভিজ্ঞতার মধ্যে পড়ে দ্বিগুণ সংখ্যাক টিনএজার মেয়ে– এমনই তথ্য মিলেছে সাম্প্রতিক এক জরিপে।
১৩ থেকে ১৫ বছর বয়সী প্রতি পাঁচজন মেয়ের মধ্যে একজন বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সময় নিয়ন্ত্রণে সমস্যা বা এটি নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে বিরোধের মতো সমস্যায় পড়েছে তারা, যা একই বয়সী ছেলেদের বেলায় ঘটে প্রতি ১০ জনের মধ্যে একজনের বেলায়।
গবেষণার এসব ফলাফল যুক্তরাজ্যের ওয়েলসে’র স্কুলশিক্ষার্থীদের নিয়ে করা এক বড় জরিপের অংশ বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
‘কার্ডিফ ইউনিভার্সিটি’র সঙ্গে মিলে এ গবেষণা করেছে যুক্তরাজ্যের ‘পাবলিক হেলথ ওয়েলস’ বা পিএইচডব্লিও। তারা বলেছে, সামাজিক যোগােযোগ মাধ্যম ব্যবহারে ছেলে-মেয়েদের মধ্যে এই পার্থক্যের পেছনের কারণ এখনও স্পষ্ট নয়।
গবেষণায় ১১ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। যেমন– তারা কি খেলাধুলা বা শখের মতো অন্য কাজ বাদ দিয়ে সামাজিক মাধ্যম ব্যবহার করে, বা সব সময় তাদের মাথায় সামাজিক মাধ্যম ঘুরপাক খায় কি না এমন সব প্রশ্ন।