নীলে নীলে মিলে একাকার মিম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৩:৪০

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে তার। সামাজিক মাধ্যমে কখনো নানা অবতারে মেলে ধরেন নিজেকে, ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান এই নায়িকা।


ছুটিছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরেন বিদ্যা সিনহা মিম। তবে এবার কাজের ব্যস্ততাকে সঙ্গে নিয়েও বেড়াতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি নীল সাগরের দেশ মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি কমার্শিয়ালের কাজে অংশ নিতে দেখা যায় তাকে। এবার কাজের ফাঁকে নিজেকে ভক্তদের কাছে মেলে ধরলেন মিম।


সম্প্রতি মালদ্বীপের সাগরপাড় থেকে থেকে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম। নীলে নীলে মিলে যেন এদিন একাকার হয়ে যান মিম! কারণ, মিমের পরনেও ছিল এদিন নীল রঙের, সাদা ফুলের প্রিন্টের টপস। যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গেও মিলে যায়।


বলা বাহুল্য, সমুদ্রের নীল জলের প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে মিশে যাওয়া মিমের এই ফ্যাশন যেন ছিল চোখ জুড়ানো। এছাড়াও খোলা চুল, ন্যাচারাল মেকআপ আর মুখভরানো হাসিতে নিজেকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেদনময়ী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও