
নতুন বিটকয়েন কোম্পানি আনছেন ট্রাম্পের ক্রিপ্টো উপদেষ্টা?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১৭:৫৮
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো উপদেষ্টা ও মিডিয়া গ্রুপ বিটিসি-এর সিইও ডেভিড বেইলি বিটকয়েন বিনিয়োগ কোম্পানি চালু করছেন।
নতুন এই বিটকয়েন বিনিয়োগ কোম্পানি শুরুর জন্য ৩০ কোটি ডলার সংগ্রহও করেছেন বেইলি। এ কোম্পানি পাবলিকলি ট্রেডেড অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
এর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনবিসি’কে বলেছেন, এ চুক্তিটির পরিকল্পনা হয়েছে জানুয়ারি থেকে এবং এতে মোট ৩০ কোটি ডলারের তহবিল রয়েছে। যার মধ্যে ২০ কোটি ডলার এসেছে ‘ইক্যুইটি ফান্ডিং’ থেকে, যেখানে বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানার অংশ কিনেছেন এবং ১০ কোটি ডলার এসেছে ‘কনভার্টিবল ডেট’ থেকে, যা ভবিষ্যতে শেয়ারে রূপান্তরযোগ্য ঋণ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্রিপ্টোকারেন্সি