You have reached your daily news limit

Please log in to continue


বাজার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল মাধুরীর

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত এখনো রয়েছেন আগের মতোই। তার জনপ্রিয়তায় একটুকুও ভাটা পড়েনি। কিন্তু আজ নব্বইয়ের দশক পেছনে রয়েছে। তবু তার হৃদয়ের ধুকপুকুনি একই রকম উষ্ণ রয়েছে। বয়স তার মুখের রেখায় ধরা দিলেও, তবু আবেদন কমেনি একটুকুও।

ভারতীয় সিনেমা জগৎ যিনি শাসন করতেন দাপটে, তিনিই একদিন সব ছেড়ে চলে গেলেন আমেরিকায় সংসার করতে। ১৯৯৯ সালে অভিনয়জীবনের মধ্যগগনে মাধুরী বিয়ে করেন সফল চিকিৎসক শ্রীরাম নেনেকে। চলে যান আমেরিকায়।

সেই সময় বিভিন্ন সাক্ষাৎকারে মাধুরী জানান, তিনি রুপালি দুনিয়ার চাকচিক্য ছেড়ে সাধারণভাবে সংসার করতে চেয়েছিলেন। ছেলেদের বড় করতে চেয়েছিলেন। কিন্তু রুপার চমক তো পিছু ছাড়ে না। আমেরিকায় গিয়ে বসবাস শুরু করলেও মাধুরীর মাহাত্ম্য চাপা থাকেনি, সেখানে যে হাজার ভারতীয়ের বসবাস। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন তার সেই অভিজ্ঞতার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন