You have reached your daily news limit

Please log in to continue


হজযাত্রীর ভিসা বাতিলের সুযোগ

কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।

গতকাল বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত ২০২৫ সালের হজ কার্যক্রম পরিচালনাকারী সকল এজেন্সি, লিড এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক অবহিতকরণপত্রে এ কথা জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, 'সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছে থেকে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ দেওয়া ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন