You have reached your daily news limit

Please log in to continue


ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী?

কয়েক দশকের মধ্যে ভারত ও পাকিস্তানের সবচেয়ে বড় সংঘাত দেখার পর দুই দেশের সীমান্তবর্তী কোটি কোটি মানুষের মত অনেকেরই মনে এখন একটা প্রশ্ন– এরপর কী ঘটতে পারে?

এমন ‘জিজ্ঞাসার’ বিষয়ে বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে, এরপর কী ঘটবে, তার ‘বেশির ভাগটাই’ নির্ভর করছে ইসলামাবাদের সিদ্ধান্তের ওপর।

ভারতের হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও পাকিস্তান সীমান্তে গোলা বর্ষণ ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়নি।

তবে বৃহস্পতিবার রাতে ভারত দাবি করেছে, কাশ্মীরের জম্মু ও উদামপুরে এবং পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ড্রোন পাঠিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান।

সংঘর্ষের পর দুপক্ষই নিজেদের বিভিন্ন পদক্ষেপের ভিত্তিতে বিজয়ী দাবি করেছে। তবে বৈরিতা বাড়ছেই।

দুই দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় গত মঙ্গলবার মধ্যরাতে। যুদ্ধের দামামা বেজে ওঠার মত পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানে ভারতের আক্রমণে। প্রতিবেশী রাষ্ট্রের নয় স্থানে সুনির্দিষ্ট ‘সন্ত্রাসীদের আস্তানায়’ ভারতের হামলার পর দেশটির বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তোলে পাকিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন