
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সামান্য বেড়ে সাড়ে ৭ শতাংশের উপরে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২১:১৮
জুলাই অভ্যুত্থানের পর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির যে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে তা ওঠানামা করলেও সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি।
মার্চে ঋণ প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৭ দশমিক ৫৭ শতাংশে উঠেছে। আগের মাসে তা ছিল ৬ দশমিক ৮২ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধির যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, টানা পাঁচ মাস ধরেই ৮ শতাংশের নিচে রয়ে গেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি।