
শান্ত-লিটনদের পাকিস্তান সফর নিয়ে যা ভাবছে বিসিবি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২০:০৭
কয়েক দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বিপরীতে জবাব দিয়েছে পাকিস্তানও। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পিএসএলের আজকের ম্যাচ স্থগিত হয়েছে। শঙ্কা জেগেছে চলতি মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও।
আজ বৃৃহস্পতিবার বিসিবি পরিচালক আকরাম খান আসন্ন এই সিরিজ নিয়ে বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা অবশ্যই যাব। আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে, পাকিস্তান কী বলছে সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে।'
'ওদের পরিস্থিতি ওরা আমাদের চেয়ে ভালো জানবে। এটা ওদের সিদ্ধান্ত। পরিস্থিতি বেশি খারাপ হলে আমাদের ঠিক করতে হবে আমরা যাব কি না।'-যোগ করেন তিনি।