বছরে ৬ থেকে ৮ হাজার শিশু জন্ম নেয় থ্যালাসেমিয়া নিয়ে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১১:৪৪

প্রতিবছর বাংলাদেশে জন্মগত রক্তরোগ থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে ৬ হাজার থেকে ৮ হাজার শিশু। বর্তমানে দেশে প্রায় ৭০ হাজার মানুষ এই রোগে ভুগছে। আজ মঙ্গলবার (৬ মে) রাজধানীর মালিবাগে থ্যালাসেমিয়া-বিষয়ক এক কর্মশালায় বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এসব তথ্য উপস্থাপন করেছে।


অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত বছরের তথ্য তুলে ধরে জানানো হয়, দেশের প্রায় ১ কোটি ৮২ লাখ মানুষ থ্যালাসেমিয়ার বাহক, যা মোট জনসংখ্যার শতকরা ১১ দশমিক ৪ শতাংশ। নারী ও পুরুষ বাহকের বিয়ের কারণে তাদের সন্তানদের ২৫ শতাংশ এই রোগ নিয়ে জন্ম নেয়। এর ফলে প্রতিবছর প্রায় ৮ হাজার শিশু রক্তের এই রোগ নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে।


কর্মশালায় মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের কনসালট্যান্ট ডা. জান্নাতুল ফেরদৌস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, বিশ্ব জনসংখ্যার ১ দশমিক ৫ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া বহন করছেন, অর্থাৎ ৮ থেকে ৯ কোটি মানুষ এই রোগের বাহক। ভূমধ্যসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব ৩ থেকে ১০ শতাংশ।ডা. জান্নাতুল ফেরদৌস জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানব কোষে রক্ত তৈরি করার জন্য দুটি জিন থাকে। কোনো ব্যক্তির রক্ত তৈরির একটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া বাহক এবং দুটি জিনেই ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া রোগী বলা হয়। শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন রোগ সংক্রমণ, শিশুর ওজন না বাড়া, জন্ডিস ও খিটখিটে মেজাজ ইত্যাদি এই রোগের লক্ষণ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও