You have reached your daily news limit

Please log in to continue


প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল

ভক্ত, নামী মুখ কিংবা জৌলুশ নিয়ে তুলনা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। আইপিএলের মাঠে প্রায় সবদিক থেকেই শীর্ষে থাকা নামটা ব্যাঙ্গালুরু। কিন্তু শিরোপার প্রশ্নে অনেকটাই পিছিয়ে আছে তারা। ১৭ আসর পেরিয়ে গেলেও শিরোপা পায়নি তারা। যদিও ১৮তম আসরে এখন পর্যন্ত দলটা আছে দারুণ ছন্দে। 

এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয়ে টেবিলের দুই নম্বর স্থানে আছে ব্যাঙ্গালুরু। বলতে গেলে প্লে-অফ প্রায় নিশ্চিত করেই রেখেছে। পুরো স্কোয়াডই নিজেদের মেলে ধরেছে দারুণভাবে। কিন্তু সবকিছু যখন অনুকূলে, তখনই যেন ধাক্কা খেল ব্যাঙ্গালুরু। ইনজুরির কারণে নির্ভরযোগ্য ব্যাটার দেবদূত পাডিকালকে বাকি মৌসুমের জন্য হারাতে হচ্ছে তাদের।  

হ্যামস্ট্রিংয়ে ইনজুরি নিয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাডিকাল। টিম ডিরেক্টর মো বোবাত বিষয়টি নিশ্চিত করেছেন। 

ব্যাঙ্গালুরুর টপ অর্ডারের অন্যতম বড় ভরসা ছিলেন পাডিকাল। এই মৌসুমের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতোই। ১০ ম্যাচে দুই অর্ধশতক ও দেড়শর বেশি স্ট্রাইক রেটে ২৪৭ রান করেছেন তিনি। বিরাট কোহলি আর ফিল সল্টের ওপেনিং জুটি ব্যর্থ হলে পাডিকালেই ছিল নির্ভরতা। কিন্তু প্লে-অফের ঠিক আগে তার ছিটকে যাওয়া ব্যাঙ্গালুরুকে খানিক ভোগাতেই পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন