‘ইন্টেরিম’ এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১১:২০

ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিতে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


‘ইন্টেরিম এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?’—অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (৮ মে) নিজের  ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ‘খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?’ 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও