মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেফতার

জাগো নিউজ ২৪ মালয়েশিয়া প্রকাশিত: ০৮ মে ২০২৫, ০৯:২৭

মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদের আটক করতে ‘টার্গেটেড স্ট্রাইক অপারেশন’ অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী থেকে শুরু করে রাজ্যে রাজ্যে চলছে এ অভিযান।


বুধবার (৭ মে) মালয়েশিয়াজুড়ে চলে টার্গেটেড স্ট্রাইক। এ অভিযানে ১০৭ বাংলাদেশিসহ ১৬২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে


কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, ৭ মে, কুয়ালালামপুর জালান কুচিং এর একটি কনডোমিনিয়ামের নির্মাণ স্থানে স্থানীয় সময় সকাল ১০.৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে ২০০ বিদেশি কর্মীকে তল্লাশি ও তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ৬০ জনকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৪১ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন।


ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, সপ্তাহব্যাপী গোয়েন্দা তদন্তের পর এই অভিযানে কনডোমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধ শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। ২৫ থেকে ৫০ বছর বয়সী গ্রেফতার অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও