আলু রপ্তানিতে ফের সুবাতাস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মে ২০২৫, ০৯:২২

বাংলাদেশ বিশ্বের সপ্তম আলু উৎপাদনকারী দেশ। রপ্তানি করছে ২৬ বছর ধরে। একসময় রপ্তানি এক লাখ টনও ছাড়িয়েছিল। এরপর না বেড়ে বরং ক্রমান্বয়ে কমেছে। গত বছর রপ্তানি নেমেছিল মাত্র ১২ হাজার টনে। বছর ঘুরতেই চারগুণ বাড়লো আলু রপ্তানি।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত (৫ মে) ৪৮ হাজার ১৭৭ টন আলু রপ্তানি হয়েছে, যা গত বছরের মোট রপ্তানির চারগুণ। এ বছরের রপ্তানি এখনো চলমান। মৌসুম শেষে রপ্তানির পরিমাণ ৬০ হাজার টন ছাড়িয়ে যেতে পারে।


তথ্য বলছে, গত বছর (২০২৪ সাল) আলু রপ্তানি হয় ১২ হাজার ১১২ টন, এর আগের বছরগুলোতে ছিল যথাক্রমে ৩২ হাজার ৩৯২ টন, ৬২ হাজার ৭২৬ টন, ৫১ হাজার ৭৬৩ টন এবং ৫৬ হাজার টন।


রপ্তানিকারকরা বলছেন, মূলত দেশে আলুর উৎপাদন ভালো হওয়া, উৎপাদন খরচের তুলনায় স্থানীয় বাজারে আলুর দাম কম থাকায় রপ্তানি বেড়েছে। এছাড়া বিশ্ববাজারে আলুর চাহিদা বৃদ্ধি, নতুন জাত উন্নয়ন, কার্গো ভাড়া কমাসহ কিছু সরকারি সুবিধার কথাও জানিয়েছেন তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও