
‘জাতিসংঘ সনদের অধিকারবলে’ ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান
জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকারবলে ভারতের আগ্রাসনের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
বিবিসি ও ডনের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সশস্ত্র বাহিনীর দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
৫১ অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে আত্মরক্ষার স্বার্থে সে রাষ্ট্রর এককভাবে বা যৌথভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও দেশের সার্বভৌমত্বে লঙ্ঘনের জবাবে তারা 'নিজস্ব সময়ে, যথাযথ স্থান ও উপায়ে' ভারতের ওপর প্রতিশোধ নেবে।
ভারতকে 'সমুচিত' জবাব দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে 'পূর্ণ অনুমোদন' দেওয়া হয়েছে বলেও জানানো হয় এই বিবৃতিতে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পাল্টা জবাব
- শাহবাজ শরিফ
- জাতিসংঘ