
গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি
দেশের শিল্প সুরক্ষায় গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে পুরোপুরি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ খাতের শিল্প কারখানা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবে। এসব পণ্য আমদানিতে ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।
বুধবার এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর বলেছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
এতে বলা হয়, গ্লাস তৈরির উপাদান ডোলামাইট, লাইম স্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রোস, বেইস পেইন্ট, টপ পেইন্ট বেক পেইন্ট ও সিলিকন রিং এ থাকা সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
তবে সম্পূরক শুল্ক প্রত্যাহারে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সুবিধা পেতে স্থানীয় গ্লাস উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান হতে হবে এবং আমদানিকারকদের ইন্ড্রাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার হতে হবে।
এ বিষয়ে এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) মো. বদরুজ্জামান মুন্সী বলেন, সাধারণত দেশি শিল্পে সম্পূরক শুল্ক হয় না এবং সম্পূরক শুল্ক স্থানীয় শিল্পকে প্রটেকশন (সুরক্ষা) দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ভুলক্রমে বা কোনো কারণে ছিল। পরে বিষয়টি নজরে এলে তা প্রত্যাহার করা হয়।