
বিচার ব্যবস্থার সব পর্যায়ে শরিয়াহ আদালত চায় ইসলামী আন্দোলন
দেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে সকল নিম্ন আদালতে আলাদা শরিয়াহ আদালত স্থাপনের কথা বলেছে ইসলামী আন্দোলন।
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, “দেশের সকল পর্যায়ে আরেকটা মৌলিক প্রস্তাবের মধ্যে আমরা বলেছি, আলাদা শরিয়াহ আদালত স্থাপন করতে হবে। বর্তমানেও আদালতে বিভিন্ন শরিয়াহর আলোকে বিচার ফয়সালা হয়, কিছু কিছু বিষয়ে- যেমন মুসলমানদের বিবাহ, তালাক, উত্তরাধিকার ও মিরাজ সংক্রান্ত কিছু বিষয়ে।
“কিন্তু আমরা বলছি, শরিয়াহ মোতাবেক শরিয়াহর উপর আস্থা রেখে যদি উভয়পক্ষ বিচার ফয়সালা চায়, সেই ক্ষেত্রে সুযোগটা থাকতে হবে- সর্বোচ্চ আদালত থেকে সর্বনিম্ন আদালত পর্যন্ত। আদালতের সকল স্তরে আলাদা শরিয়াহ আদালত থাকতে হবে এবং সেখানে যারা ইসলামি স্কলার নিয়োগ দিতে হবে। শরিয়াহ আইনে বিচার খুব দ্রুত ফয়সালা হয়। এ জন্য আমরা আলাদা শরিয়াহ আদালত চেয়েছি।”