
উলবাকিয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আশা দেখছেন গবেষকরা
দেশে উলবাকিয়া ব্যাকটেরিয়া ব্যবহার করে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আশার কথা বলেছেন আন্তর্জাতিক গবেষকদের একটি দল।
দলটি এক ধরনের উলবাকিয়া ব্যাকটেরিয়া এইডিস ইজিপ্টাই মশায় ব্যবহার করে সফল হয়েছেন, যা ঢাকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম।
ফলে এই নিরাপদ এবং জৈবিক পদ্ধতিটি বাংলাদেশে ডেঙ্গু এবং মশাবাহিত অন্য রোগ নিয়ন্ত্রণে কার্যকর হবে বলে আশা করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি।
বুধবার আইসিডিডিআর,বি জানিয়েছে, অস্ট্রেলিয়ার কিউআইএমআর বার্গহোফার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, আইসিডিডিআর,বি ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণা চালিয়েছেন।
গবেষণাপত্রটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী দ্য নেচার এর সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশ হয়েছে।
উলবাকিয়া প্রজাতির ব্যাকটেরিয়া ফলের মাছি ও কিছু মশার দেহে স্বাভাবিকভাবেই থাকে। কিন্তু এইডিস মশায় থাকে না। এই ব্যাকটেরিয়া মানুষ বা প্রাণীকে সংক্রমিত করতে পারে না। তবে তা এইডিস মশায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের সংক্রমণ রোধ করে।
আইসিডিডিআর,বি বলেছে, এইডিস মশার শরীরে উলবাকিয়া প্রবেশ করিয়ে দুটি কৌশলে মশাবাহিত ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমটিতে উলবাকিয়াবাহী পুরুষ এইডিস ইজিপ্টাই মশা পরিবেশে ছাড়া হয়। এই পুরুষরা স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়। এতে স্ত্রী মশার ডিম ফোটে না তাই মশার সংখ্যা কমে যায়।