
সম্পর্ক যাচাইয়ে ‘অরেঞ্জ পিল থিওরি’ কতটা কার্যকর
টিকটকে কয়েক দিন পরপরই অদ্ভুত কিন্তু মজার নানা রকমের ট্রেন্ড দেখা যায়। আর এসব ট্রেন্ডে গা ভাসান লাখ লাখ ব্যবহারকারী। এখন যেমন ট্রেন্ডে আছে কমলালেবু পরীক্ষা। নেটিজেনরা যার নাম দিয়েছেন ‘অরেঞ্জ পিল থিওরি’। গত বছর থেকেই সম্পর্ক যাচাইয়ের নতুন এই পদ্ধতি নিয়ে টিকটকে চর্চা হচ্ছে। আর তাতে হুমড়ি খেয়ে পড়েছেন তরুণ-তরুণীরা। বলা হচ্ছে, ভালোবাসা যাচাই করতে এটি ‘খুবই কার্যকর’ কৌশল। আসলেই কি তা–ই?
অরেঞ্জ পিল থিওরি কী
এই ট্রেন্ডে নারীরা (পুরুষও হতে পারেন) তাঁদের সঙ্গীকে একটি কমলালেবু এনে দিতে বলেন। কখনো কখনো কমলালেবু হাতে ধরিয়ে ছিলে দিতে বলেন। আর এখানেই রয়েছে টুইস্ট। সেই কমলা যদি খোসা ছাড়ানো অবস্থায় আসে, তাহলেই তাঁর সঙ্গীকে ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ বলা যায়। আর যদি কমলা খোসাসহ আসে, তাহলে ‘কুছ গড়বড় হ্যায়!’ অনেকে বলছেন, এই ছোট্ট অনুরোধের মাধ্যমে তাঁরা দেখতে চাইছেন সঙ্গী/সঙ্গিনী তাঁদের প্রতি কতটা যত্নবান। কেউ কেউ আবার এই থিওরিকে ভালোবাসার ভাষার সঙ্গে তুলনা করেছেন। যেখানে যত্নের মাধ্যমে ভালোবাসা প্রকাশটাই মুখ্য। যেমন এই কমলার খোসা ছাড়ানো। একটি ভিডিওতে দেখা গেল, এক তরুণী তাঁর সঙ্গীকে বলছেন, ‘আমার কমলা খেতে ইচ্ছা করছে।’ তখন তাঁরা বেডরুমে বসে ছিলেন। পুরুষ সঙ্গী এটা শোনার পর উঠে গিয়ে তাঁকে একটি কমলা খোসা ছাড়িয়ে এনে দিলেন। আর সেটা দেখেই নারীটি তাঁর সঙ্গীকে জড়িয়ে ধরে বললেন, ‘তুমি পাস।’