২ হাজার ৫৬১ দিন পর চ্যাম্পিয়ন্স লিগে এমন কীর্তি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১১:৪১

দুই লেগে ১৩ গোল। তার মধ্যে ৫ গোলের সঙ্গেই আছেন ডেনজেল ডামফ্রিস। বার্সেলোনার উড়ন্ত ফর্মকে ধাক্কা দিয়ে ইন্টার মিলানকে ফাইনালে তোলার অন্যতম কারিগর নেদারল্যান্ডসের এই রাইট উইং ব্যাক। আক্রমণ কিংবা রক্ষণ– দুই লেগে বার্সেলোনাকে বেশ ভালোই ভুগিয়েছেন ডামফ্রিস। তার দুর্দান্ত পারফরম্যান্সটা ইন্টারকে নিয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। 


অথচ সেমিফাইনালে খেলারই কথা ছিল না ডামফ্রিসের। লম্বা ইনজুরি পার করে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগের খেলা দিয়েই মাঠে ফিরে এসেছিলেন। আর ফিরেই দেখিয়েছেন জাদু। প্রথম লেগে অ্যাসিস্ট করতে সময় নিয়েছিলেন মোটে ৩০ সেকেন্ড। এরপর ওই ম্যাচেই ছিল তার দুই গোল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও