‘অবিশ্বাস্য ম্যাচ, স্পেশাল সেভ’, সমের যেন সান সিরোর মহাপ্রাচীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১১:৩৯

লামিনে ইয়ামাল যেন বিশ্বাসই করতে পারছিলেন না। একই অনুভূতি হওয়ার কথা গ্যালারিতে থাকা আর টিভি পর্দার সামনে কোটি কোটি দর্শকেরও। মনে হচ্ছিল, বলটি জালে ঢুকেই যাবে। কিন্তু চোখের পলকে ফুল লেংথ ডাইভ দিয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় আঙুলের ছোঁয়ায় বল বাইরে পাঠিয়ে দেন ইয়ান সমের। ম্যাচের তখন ১১৪তম মিনিট চলছে।


এটি স্রেফ একটি নমুনা মাত্র। এই শটের মতোই ম্যাচজুড়ে ইয়ামালকে বারবার হতাশ করেছেন সমের। দুই লেগ মিলিয়ে ঠেকিয়েছেন বার্সেলোনার একের পর এক আক্রমণ। দুই লেগ মিলিয়ে ছয়টি গোল হজম করার পরও ইন্টার মিলানের ফাইনালে ওঠার নায়কদের একজন এই গোলকিপার। দ্বিতীয় লেগে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচ সেরা তিনিই, যার কাজ গোল ঠেকানো।


চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ইন্টার মিলান জয় পায় ৪-৩ গোলে। দুই লেগ মিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় তারা পৌঁছে যায় ফাইনালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও