ইউক্রেনে প্রতি বর্গকিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে ২৭ রুশ সেনার প্রাণ

প্রথম আলো প্রকাশিত: ০৬ মে ২০২৫, ২০:৩৮

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী সময় ছিল গত বছর। এ বছর অন্তত ৪৫ হাজার ২৮৭ জন নিহত হয়েছেন।


নিহতের এ সংখ্যা যুদ্ধের প্রথম বছরের তুলনায় প্রায় তিন গুণ এবং ২০২৩ সালে হওয়া ক্ষয়ক্ষতির চেয়েও অনেক বেশি। এ যুদ্ধে ২০২৩-এ বাখমুতে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী লড়াই হয়।


যুদ্ধের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখলের একেকটি লড়াইয়ে ধাপে ধাপে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ২০২৪ সালে যুদ্ধের সম্মুখভাগ ধীরগতিতে এগোতে থাকায় নিহতের সংখ্যা মাসে মাসে বাড়তে থেকেছে। আর এটাই বিবিসিকে ইউক্রেনে কিলোমিটারপ্রতি ২৭ প্রাণহানির হিসাব প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। [এ হিসাব করা হয়েছে গত বছরের অনুমিত মৃত্যুর সংখ্যা ১ লাখ ১২ হাজারের ভিত্তিতে]


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও