
গোপনে প্রেম করছেন টম ক্রুজ?
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৯:১১
টম ক্রুজ খবরের শিরোনামে থাকবেন সেটাই যেন স্বাভাবিক হয়ে গেছে। নানা সিনেমায় স্ট্যান্ট আর দুর্দান্ত সব পারফরমেন্সে দর্শক মাতাতে জুড়ি নেই এই সুদর্শন অভিনাতার। শুধু যে অভিনয় জগৎ নিয়েই খবরের শিরোনাম হন তিনি, তা কিন্তু নয়। টম ক্রুজের ব্যক্তি জীবন নিয়েও কম আগ্রহ নেই সিনেমাপ্রেমীদের।
ব্যক্তিগত জীবনে অনেকদিন ধরেই সিঙ্গেল টম ক্রুজ, কেটি হোমসের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিকতা চুকে গেছে সেই ২০১২ সালে। গত এক যুগে কারও সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেতা। কেটির সঙ্গে বিচ্ছেদের পর এত নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে; কোনটা ঠিক আর কোনটা ভুল, তা জানেন একমাত্র টম ক্রুজ।