
‘বহু বছর ভোট দেইনি, এবার খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবো’
‘দ্রুত নির্বাচন না হলে দেশ ভালোভাবে চলবে না। দেশ ভালোভাবে চলতে হলে দ্রুত নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই। নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাই।’
কথাগুলো বলছিলেন জামালপুরের সরিষাবাড়ী থেকে ঢাকায় আসা ইকবাল করিম নামের এক বিএনপি সমর্থক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গতকাল সোমবার ঢাকায় আসেন তিনি। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৬টা থেকে তিনি বিমানবন্দর এলাকায় অপেক্ষায় ছিলেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে।
জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ইকবাল করিমের। তিনি বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরে যাওয়া। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’
একই সুরে কথা বলেন ময়মনসিংহ থেকে আসা নাসির উদ্দীন। জাগো নিউজকে তিনি বলেন, ‘বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। অনেক বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আশা করছি এ সরকার দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দেবে। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন খালেদা জিয়া।’