সংবাদমাধ্যম কি এমনি এমনি ভয় পাচ্ছে
গত ২৮ এপ্রিল তিনজন সাংবাদিক চাকরি হারিয়েছেন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত শর্টফিল্ম আলী এর বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা ঘিরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অনেকে মতামত তুলে ধরেছেন। মতামতগুলোয় সংবাদমাধ্যমের সেলফ সেন্সরশিপ, সরকার ও সরকার সমর্থক গোষ্ঠীর চাপ, প্রশ্ন করা বা না করা প্রসঙ্গ, প্রশ্নের মান, সাংবাদিকদের পেশাদারত্ব, সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার সংকুচিত পরিবেশ এবং সম্মেলনে উপদেষ্টার ভূমিকা উঠে এসেছে।
বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করেছিল। সব মিলিয়ে ৩০ মিনিট ২০ সেকেন্ড। এই ভিডিও ও প্রাসঙ্গিক লেখালেখি বিশ্লেষণ করে আলোচনাটি কয়েকটি ভাগে ভাগ করা যায়।
- ট্যাগ:
- মতামত
- সংবাদমাধ্যম
- সংবাদমাধ্যমে হুমকি