
নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান।
নিহত সাইফুল ইসলাম (১৭) ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিষয় নিয়ে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে দফায় দফায় হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
- ট্যাগ:
- রাজনীতি
- দুই পক্ষের সংঘর্ষ
- আওয়ামী লীগ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে