
১৯ বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে কেন এই পতন?
আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ টোকা দিয়ে জানান দিল বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশ কতটা ধসে পড়েছে। প্রায় দুই দশক পর আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেল দশে।
৫০ ওভারের ক্রিকেট একটা সময় যে জাতির কাছে ছিলো গর্বের জায়গা, সেখানে হলো বেদনাদায়ক পশ্চাদপসরণ। সাম্প্রতিক এই পতনকে খুব অপ্রত্যাশিত বলা যায় না, বরং তা একটি বৃহত্তর সমস্যাকে তুলে ধরে যা বহু বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে দানা বাঁধছে। কেবল খালি কয়েকটি ওয়ানডে ম্যাচ হেরে যাওয়ার ব্যাপার নয়। এটা দীর্ঘদিনের একটা প্রতিচ্ছবি, যা থেকে উত্তরণের আভাস দেখা যাচ্ছে না।
নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল চারটি রেটিং পয়েন্ট হারিয়েছে। ৭৬ পয়েন্ট নিয়ে তারা এখন দশে, ৮৩ পয়েন্ট নিয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের অবস্থান সাতে। ২০০৬ সালে সর্বশেষ ওয়ানডেতে দশে ছিলো বাংলাদেশ, পরের বছর উত্তরণের পর উপরের দিকেই এগিয়েছিলো দল। আজ মনে হচ্ছে বাংলাদেশ যেন স্থবিরতার এক দুষ্টচক্রে আবদ্ধ। যেখানে এক পা এগুলে পিছিয়ে যায় আরেক পা।
সংক্ষেপে বলতে গেলে এই পতনের সরাসরি কারণ বিগত এক বছরের ওয়ানডে পারফরম্যান্স। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জেতার অর ২৪ ওয়ানডে খেলে জিতেছে কেবল ছয়টি। আইসিসি টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করে যে দলটি তাদের একসময়ের উচ্চাকাঙ্ক্ষা থেকে কতটা দূরে সরে গেছে।
তারা যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, তারমধ্যে জিতেছে মাত্র একটি (শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়)। বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান ছিল তো বিপর্যয়কর। হারের সঙ্গে হারের ধরনও ছিলো পীড়াদায়ক।