
স্মার্টফোন দিয়েই হয়ে উঠুন সফল কনটেন্ট ক্রিয়েটর
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
সাম্প্রতিক তথ্য বলছে, ২০২২ সালের পর মোবাইলে কনটেন্ট দেখার হার বেড়েছে ৭৩ শতাংশ। টিকটকে ৮৭ শতাংশ শীর্ষ কনটেন্ট স্মার্টফোনেই ধারণ করা হয়। ইনস্টাগ্রামের তথ্য অনুযায়ী, স্মার্টফোনে ধারণ করা রিলস প্রফেশনাল ক্যামেরার চেয়ে প্রায় দেড় গুণ বেশি এনগেজমেন্ট পায়। তাই এখন আর বড় পরিসরের আয়োজন না করে হাতে থাকা স্মার্টফোন দিয়েই সফল কনটেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব। তবে এর আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি।
কনটেন্ট নির্মাণের মানসিকতা
যাঁরা কনটেন্ট নির্মাণে নিয়মিত এবং সফল, তাঁদের একটি বিষয় সব সময় দেখা যায়, তাঁরা কাজটিকে পেশাদারিভাবে নেন শুরু থেকে। তাঁরা কনটেন্টে গুরুত্ব দেওয়াকেই প্রধান লক্ষ্য ঠিক করেন। নিখুঁত হতেই হবে এমনটা না ভেবে বরং নিয়মিত এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। এরপর দর্শকের প্রতিক্রিয়া জেনে কনটেন্টে পরিবর্তন আনতে হবে এবং নতুন কৌশল শেখার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। এই মানসিকতা না থাকলে কোনো টুল বা অ্যাপ দিয়েই সফলতা আনা সম্ভব নয়।
শুরুতেই যা দরকার
আপনার স্মার্টফোনই হলো এই যাত্রার প্রধান হাতিয়ার। তবে ভিডিও বা অডিওর মান আরও উন্নত করতে কিছু অতিরিক্ত উপকরণ রাখা যেতে পারে। একটি ফোনহোল্ডার আপনাকে স্থির ভিডিও ধারণে সাহায্য করবে। রিং লাইট আপনার ভিডিওর আলোর ভারসাম্য ঠিক রাখবে এবং পরিষ্কার শব্দ নিশ্চিত করতে মাইক্রোফোন ব্যবহার করুন।