
জাতীয় নির্বাচন নয়, এখন বিচার আর সংস্কার চায় এনসিপি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০০:৪২
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান নিলেও এখনই ভোট চায় না জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বাস্তবতার নিরিখে নতুন দল হিসেবে এখনই ক্ষমতায় যাওয়ার কোনো ভাবনা ‘বাস্তবসম্মত নয়’ বলে মনে করেন দলটির নেতারা।
সেই কারণে তারা চাইছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার এবং সংবিধান ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দলটি গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরার কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে। আর নির্বাচন প্রশ্নে এখন ছাত্র সংসদ আর স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহ রয়েছে তাদের।