বেইলি রোডে বহুতল ভবনে আগুন, সাতজনকে জীবিত উদ্ধার

প্রথম আলো বেইলি রোড প্রকাশিত: ০৫ মে ২০২৫, ২০:০৫

আপডেট: বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সেখানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।


একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় নেওয়া সাতজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।


ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে বহুতল ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে।


ভবনের ভূ–গর্ভস্থ (বেসমেন্ট) তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে। যদিও প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে।


কীভাবে এই আগুনের সূত্রপতা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও