কোনও চুক্তি না হলে টিকটকের সময়সীমা ১৯ জুনের পরেও বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগেও এই সময়সীমা দুইবার বাড়িয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনা কোম্পানি বাইটড্যান্স যদি তাদের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন অংশ বিক্রি করতে না পারে তাহলে ১৯ জুনের পরেও সময়সীমা বাড়ানো হতে পারে।
আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আমি চাই এই চুক্তিটা হয়ে যাক। আমার হৃদয়ে টিকটকের জন্য একটু মিষ্টি জায়গা রয়েছে। কারণ আপনারা জানেন, তরুণদের মধ্যে ৩৬ পয়েন্ট ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছি আমি। সেটা অনেক বড় ব্যাপার।”