যে কারণে বাড়ে বাসা-বাড়িতে পোকার উপদ্রপ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১৬:৫০

উচ্চ দালানে থেকেও পোকামাকড়ের হাত থেকে নিস্তার না পাওয়ার কারণ হতে পারে ঘরের নির্দিষ্ট কিছু আকর্ষণীয় জায়গা।


তবে কিছু ভুল এড়ালে আর খুব সাধারণ অভ্যাস তৈরির মাধ্যমে পোকামাকড় দূরে রাখা সম্ভব।


ঘরের তাক বা ছাদ: ঘরের তাক বা ছাদের অংশ একেবারে অপ্রত্যাশিত জায়গা যেখানে পোকামাকড় এবং ছোট প্রাণী প্রবেশ করতে পারে।


যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মস্কিটো স্কোয়াড প্লাস’–এর পতঙ্গবিশেষজ্ঞ এমা গ্রেস ক্রাম্বলি বলেন, “তেলাপোকা এবং ইঁদুর সাধারণত তাকের ফাঁকফোকরে প্রবেশ করে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও