ঢাকা মোটর শোর এবারের আসরে নতুন নতুন মডেলের গাড়ি প্রদর্শন করে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাংগান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, দিপালসহ বিভিন্ন ব্র্যান্ড। এসব গাড়ির মধ্যে এই মেলা বা প্রদর্শনীতে আগত ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল নতুন নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি।
এর মধ্যে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরিস গ্যারেজের (এমজি) সাইবারস্টার মডেলের বৈদ্যুতিক গাড়িটির প্রতি ছিল বেশি আগ্রহ। দেশের বাজারে গাড়িটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। গাড়িটি একবার চার্জ করলে চলে ৫০০ কিলোমিটার। বৈদ্যুতিক এই গাড়িটিতে রয়েছে ৩৭৫ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। দেশের বাজারে গাড়িটি এনেছে র্যানকন ব্রিটিশ মোটরস।