অ্যাকিউট কিডনি ইনজুরি : প্রয়োজন সঠিক সময়ে চিকিৎসা

বণিক বার্তা প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১১:২৫

কিডনি কার্যকারিতা হঠাৎ করে লোপ পেলে তাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলে। এটি লোপ পেতে পেতে কখনো ঘণ্টার পর ঘণ্টা, আবার কখনো মাসের পর মাস লেগে যায়। এর মধ্যে কিছু স্বল্প সময়ে, আবার কিছু দীর্ঘ সময়ে হয়। এটা যদি হঠাৎ করে হয় এবং সঠিক চিকিৎসা দেয়া হয়, সেক্ষেত্রে প্রায় ৮০-৯০ ভাগ ক্ষেত্রে কারণভেদে সম্পূর্ণ নিরাময় হয়ে যেতে পারে।


তবে যদি কোনো কারণে চিকিৎসা করার পরও রোগ দেখা যায়, তিন মাসের মধ্যে এটা ভালো হলো না তখন সেটা আবার ক্রনিকে চলে যায়। অ্যাকিউট কিডনি ফেইলিওর দীর্ঘমেয়াদি কিডনি বিকলের দিকে যেতে পারে। তবে সেটা খুব অল্প পরিমাণ। বেশির ভাগ ক্ষেত্রেই যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, তবে আকস্মিক কিডনি বিকল সম্পূর্ণ নিরাময় হয়ে যেতে পারে। আর ক্রনিক কিডনি বিকল যদি একবার হয়ে যায়, সেটা নিরাময় হওয়ার সম্ভাবনা কম। তবে যেহেতু এটা ধীরে ধীরে খারাপের দিকে যায়, তাহলে যে গতিতে কিডনি খারাপ হচ্ছে সেটা কমানো সম্ভব। কিন্তু পুরোপুরি ভালো করা যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও