তিন ম্যাচ পর একাদশে ফিরে খরুচে রিশাদ

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৯:৩৮

এবার পিএসএলে রিশাদ হোসেনের সময়টা কাটছে অম্লমধুর। প্রথম দুই ম্যাচে দারুণ বল করে একাদশে জায়গা পাকা করে ফেলেছিলেন। পরে সেই ধারা ধরে রাখতে না পেরে বাইরে চলে যান। তিন ম্যাচ পর ফিরেও খরুচে থাকলেন বাংলাদেশের লেগ স্পিনার।


করাচিং কিংসের বিপক্ষে রোববার রাতে লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ পান রিশাদ। একটা উইকেট পেলেও তিন ওভারে তিনি দিয়ে দেন ২৮ রান। বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ১৫ ওভারে নির্ধারিত ১৬৮ রানের লক্ষ্য করাচি কিংস জেতে ৪ উইকেটে।


আগে ব্যাট করা লাহোর ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করলে নামে বৃষ্টি। পরে ডিএলএস মেথডে ১৬৮ রানের লক্ষ্য দাঁড়ায় করাচির। ৩ বল আগেই যা পার হয় তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও