ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ বাড়বে যে কৌশলে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৫, ২১:১৭

প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। কিন্তু দেখা যায় দিনের বেশিরভাগ সময়ই ওয়াই-ফাইয়ের গতি কমে যায়। কোনো মুভি কিংবা নাটক দেখার সময় এমনটা হলে মুড একেবারেই নষ্ট হয়ে যায়।


তবে এমন কিছু কৌশল আছে যেভাবে ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ বাড়িয়ে নেওয়া যায়। এজন্য


>> রাউটারকে ঘরের একেবারে মাঝামাঝি অবস্থানে রাখুন। এতে চার দেয়ালেই সমানভাবে নেটওয়ার্ক ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও সিঙ্গল ব্যান্ডের বদলে ডুয়াল ব্যান্ডের রাউটার নেওয়া জরুরি।


>> এই ডুয়াল ব্যান্ড রাউটারের সাহায্যে সহজেই ৫ গিগাহার্ৎজের ব্যান্ড পাওয়া যায়। এতেই ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যায়।


>> ঘর অনেক বড় হলে আপনাকে লাগাতে হবে ম্যাস ওয়াই-ফাই এক্সটেনশন প্রযুক্তি। এতে পুরো ঘরেই সমান ব্যান্ডের ইন্টারনেট স্পিড বজায় থাকবে।


>> প্রতি তিন চারদিন অন্তর আপনাকে রাউটারটি ৫-১০ মিনিটের জন্য বন্ধ করে রাখা দরকার। এতে রাউটারের শক্তি বা কর্মক্ষমতা বজায় থাকবে।


>> রাউটারে ধুলো-ময়লা জমলে সেগুলোও পরিস্কার করে নেওয়া দরকার যা না করলে আপনার ইন্টারনেটের পারফরম্যান্স কমতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও