
ক্যাপকাটের রেকর্ড ভাঙল ‘ইনস্টাগ্রাম এডিটস’, কী আছে এই অ্যাপে?
সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা আবারো প্রমাণ করল, তাদের বিশাল নেটওয়ার্কের শক্তি কতটা প্রভাবশালী। টেকজায়ান্ট প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ইনস্টাগ্রাম এডিটস’ নামে একটি নতুন ভিডিও এডিটিং অ্যাপ উন্মোচন করেছে, যা মুক্তির প্রথম সপ্তাহেই ৭১ লাখের বেশি ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সূচনালগ্নের রেকর্ডকেও পেছনে ফেলেছে এডিটস। খবর টেকক্রাঞ্চ।
অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপফিগারসের তথ্যমতে, মুক্তির প্রথম দুই দিনেই আইওএস প্ল্যাটফর্মে এডিটসের ডাউনলোড ছিল প্রায় ৭ লাখ ৩ হাজার, যা ক্যাপকাটের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।
শুধু যুক্তরাষ্ট্রেই প্রথম তিন দিনে অ্যাপটি ডাউনলোড হয়েছে তিন লাখ ৮১ হাজার বার, যেখানে ক্যাপকাটের ছিল মাত্র ৩ হাজার ৪০০। প্রথম দিনেই ইনস্টাগ্রাম এডিটস ইউএস অ্যাপ স্টোরের শীর্ষে উঠে আসে।
বিশ্লেষকরা মনে করছেন, মেটার বিস্তৃত ইকোসিস্টেমের কারণেই এডিটস দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে ক্যাপকাটের মোট বৈশ্বিক ডাউনলোড সংখ্যা ১২২ কোটির বেশি হলেও, এডিটসের উত্থান নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভিডিও এডিটর