You have reached your daily news limit

Please log in to continue


উত্তেজনার মধ্যে আজাদ কাশ্মীরে আটা মজুত বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের সঙ্গে টানটান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অব কন্ট্রোল বরাবর অরক্ষিত এলাকাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় গমের আটা মজুত করতে শুরু করেছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের খাদ্য দপ্তর।

আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অনেক অংশই দুর্গম এবং বরফাবৃত। সেসব এলাকায় স্থানীয় খাদ্য দফতর সাধারণত বরাবরই ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত আটা-ময়দা আগাম মজুত করে। তুলনামূলকভাবে নিরাপদ জায়গাগুলোতে সাধারণত নিয়মিত ১৫ দিনের জন্য আটা-ময়দা মজুত করা হয়।

কিন্তু পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, এখন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হকের কাছ থেকে নতুন নির্দেশনামাফিক ওই এলাকাগুলোর বাইরেও বিভিন্ন জায়গায় আটা মজুত করা হচ্ছে। অধিবাসীদের চাহিদা পূরণে অন্তত দু’মাসের জন্য মজুত করা হচ্ছে এই আটা।

এজেকে’র খাদ্য দপ্তরের প্রধান চৌধুরি আকবর ইব্রাহিম ডন পত্রিকাকে বলেছেন, ‘‘নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গোটা অঞ্চলে অন্তত দু’মাসের আটা যাতে মজুত থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি।’’

তিনি জানান, বোমাবর্ষণ কিংবা সামরিক অভিযানের আশঙ্কা আছে এমন জায়গা থেকে খাদ্যভান্ডার তুলনামূলক নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষদের বিশেষ করে যারা শীতের সময় এবং ভারতের গোলাবর্ষণের সময় যোগাযোবিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের যাতে খাদ্য সঙ্কটে পড়তে না হয়, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন