You have reached your daily news limit

Please log in to continue


২০ সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে চা শ্রমিকদের সড়ক অবরোধ

২০ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সিলেট শহরে বিমানবন্দর-আম্বরখানা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা বাগানের শ্রমিকরা।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ২ হাজার ৫০০ চা বাগান শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে বিকেল ৩টার দিকে তারা সড়ক ছেড়ে যান। শ্রমিক নেতারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।

চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী বলেন, 'অনেকবার বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও টাকা পাইনি। আমরা খুব হতাশা। স্থানীয় প্রশাসনও সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে না।'

চা শ্রমিক ও চা বাগান সুরক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু বলেন, 'প্রতিশ্রুতি তো অনেকবার পেয়েছি, কিন্তু কাজ কিছুই হয়নি। আমাদের সন্তানরা না খেয়ে থাকে, স্কুলে যেতে পারে না, অথচ কেউ আমাদের কথা শুনছে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন