You have reached your daily news limit

Please log in to continue


ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানোর আদেশ যুক্তরাষ্ট্রের আপিল আদালতে স্থগিত

ট্রাম্প প্রশাসনকে ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক হাজারের বেশি কর্মীকে কাজে ফিরিয়ে আনতে আদালতের দেওয়া একটি আদেশ গতকাল শনিবার স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত।

মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক রয়স ল্যামবার্থ গত ২২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, তারা যেন মার্কিন সংবাদমাধ্যমটির কর্মী ও ঠিকাদারদের তাঁদের পদে পুনর্বহাল এবং রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদের সম্প্রচার ও কিছু অনুদান আবার শুরু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে।

গতকাল আপিল আদালতের ২-১ ভোটে গৃহীত রায়ে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানো এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য নির্ধারিত ১৫ মিলিয়ন (দেড় কোটি) ডলারের অনুদান ফিরিয়ে দেওয়ার ল্যামবার্থের ওই আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।

ট্রাম্পের নির্দেশে গত মার্চ মাসে আকস্মিকভাবে সম্প্রচার বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের ‘এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)’। একই সঙ্গে সংস্থাটি এক হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ও ৬০০ ঠিকাদারকে ছাঁটাইয়ের নোটিশ দেয়।

আপিল আদালত রায়ে উল্লেখ করেন, ল্যামবার্থের আদেশে ভয়েস অব আমেরিকার ‘আইনানুযায়ী নির্ধারিত সম্প্রচার’ আবার চালুর বিষয়টি সরকার চ্যালেঞ্জ করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন