
মস্কোয় হামলা হলে কিয়েভের টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না: রাশিয়া
আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদ্যাপনের সময় যদি ইউক্রেন মস্কো আক্রমণ করে, তাহলে কেউই গ্যারান্টি দিতে পারবে না কিয়েভ ১০ মে পর্যন্ত টিকে থাকবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই হুঙ্কার দিয়েছেন।
এর আগে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে মে মাসের তিন দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
ক্রেমলিন জানিয়েছে, ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি ৮ থেকে ১০ মে পর্যন্ত স্থায়ী হবে। এই সময়ে পুতিন নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় স্মরণে উদ্যাপনের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আন্তর্জাতিক নেতাদের আতিথ্য করবেন।
মস্কোর তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি ৩০ দিনের হলে তিনি প্রস্তুত। তবে পুতিন ইতিমধ্যেই তা বাতিল করে দিয়েছেন। বলেছেন, তিনি দীর্ঘমেয়াদী নিষ্পত্তি চান, সংক্ষিপ্ত বিরতি নয়।