You have reached your daily news limit

Please log in to continue


মানজারুল ইসলাম রানার জন্মদিন আজ

বাংলাদেশ ক্রিকেট দলের একজন সম্ভাবনাময় অলরাউন্ডার ছিলেন মানজারুল ইসলাম রানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারতেন তিনি। কিন্তু নিয়তি সেটা হতে দেয়নি। ২০০৭ সালে মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার।

দেখতে দেখতেই কেটে গেছে রানার চলে যাওয়ার ১৮ বছর। আজ তার জন্মদিন। 

মানজারুল ইসলাম রানা ১৯৮৪ সালের ৪ মে (আজকের দিনে) খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

২০০৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে রানা ওয়ানডে সিরিজে দুইবার ম্যান অব দ্য ম্যাচ হন।

জাতীয় দলের হয়ে ২০০৬ সালের ২৫ মার্চ সবশেষ টেস্ট খেলেছিলেন রানা। এরপর অফ ফর্মের কারণে ছিটকে যান দলের বাইরে। তবে হাল ছাড়েননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন