বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

বণিক বার্তা প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:২২

টানা শেয়ারের দরপতনে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির স্থান হারিয়েছে অ্যাপল। এপ্রিলের প্রথম সপ্তাহে টানা চারদিনে অ্যাপলের শেয়ারমূল্য ২৩ শতাংশ কমে বাজারমূল্য নেমে আসে ২ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলারে। ওই সময় মাইক্রোসফটের বাজারমূল্য ছিল ২ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলার। গত শুক্রবার পর্যন্ত অ্যাপল ও মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়ায় যথাক্রমে ৩ দশমিক শূন্য ৭ ও ৩ দশমিক ২৩ ট্রিলিয়ন ডলার। ফলে মার্কিন জায়ান্টটি এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি। খবর সিএনবিসি।


প্রতিবেদন বলছে, শতাধিক দেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বিশ্ববাজারে বড় ধাক্কা লেগেছে। মূল্যবৃদ্ধির শঙ্কা ও সম্ভাব্য মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যে অ্যাপল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তাদের উৎপাদন অনেকটাই চীনের ওপর নির্ভরশীল।


এর আগে ২০২৪ সালের শুরুতে অ্যাপল, মাইক্রোসফট ও চিপ নির্মাতা এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ ট্রিলিয়ন ডলারের ওপরে। তবে সাম্প্রতিক বিক্রির চাপে অ্যাপল পিছিয়ে পড়ে। যদিও জানুয়ারিতে মাইক্রোসফট দুর্বল আয়ের পূর্বাভাস দিয়েছিল, তবে কোম্পানিটি শুল্ক অনিশ্চয়তা থেকে তুলনামূলক বেশি সুরক্ষিত বলে মনে করেন বিশ্লেষকরা।


এদিকে প্রযুক্তি খাতে নানা অস্থিরতা সত্ত্বেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৭ হাজার কোটি ডলারের বেশি আয় করেছে মাইক্রোসফট। কোম্পানির সাম্প্রতিক প্রকাশিত আয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত প্রান্তিকে মাইক্রোসফটের নিট মুনাফা ছিল প্রায় আড়াই হাজার কোটি ডলার, যা শেয়ারপ্রতি দাঁড়ায় ৩ ডলার ৪৬ সেন্ট। এ সময় কোম্পানির আয় বিশ্লেষকদের পূর্বাভাস ও প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও