কোড লেখায় মানুষ নয় নেতৃত্ব দেবে এআই: জাকারবার্গ

যুগান্তর প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:২১

সফটওয়্যার উন্নয়নে মানুষের ভূমিকা কমে আসছে, সেই জায়গাটি নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এ মেটা সিইও মার্ক জাকারবার্গ জানালেন, আগামী এক বছরে প্রতিষ্ঠানটির অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ হয়তো এআই দিয়েই সম্পন্ন হবে।


মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সঙ্গে এক আলোচনায় জাকারবার্গ বলেন, ভবিষ্যতে এ হার আরও বাড়বে। যদিও বর্তমানে নির্দিষ্ট সংখ্যাটা বলেননি, তবু মেটার পরিকল্পনা যে উচ্চাভিলাষী, তা স্পষ্ট।


নাদেলা জানান, ইতোমধ্যেই মাইক্রোসফটের ২০-৩০ শতাংশ কোড এআই দিয়ে তৈরি হচ্ছে। কিছু প্রকল্পে এআই একাই পুরো কোড লিখছে। জাকারবার্গ আরও ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি সফটওয়্যার প্রকৌশলী ভবিষ্যতে একজন ‘টেক লিডার’ হয়ে উঠবে, নিজস্ব এজেন্টিক এআই টিম নিয়ে কাজ করবে। এমন একটি এজেন্টিক সিস্টেম ব্যবসার বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয় করতে পারবে। গুগলের ক্ষেত্রেও একই চিত্র।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও