
টিকটককে ৬০২ মিলিয়ন ডলার জরিমানা ইইউর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্য সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটড্যান্সকে ৬০২ মিলিয়ন ডলার (৫৩০ মিলিয়ন ইউরো) জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন (ডিপিসি)। কমিশনের অভিযোগ, টিকটক ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠিয়েছে। এমনকি তথ্যগুলো চীনের নজরদারি থেকে সুরক্ষিত আছে কিনা তার নিশ্চয়তাও দিতে পারেনি। খবর এনগ্যাজেট।
জরিমানার কথা গত শুক্রবার নিশ্চিত করেছে ডিপিসি। সংস্থাটি জানায়, কোম্পানিটিকে এ অবৈধ তথ্য স্থানান্তর ছয় মাসের মধ্যে বন্ধ করার নির্দেশও দেয়া হয়েছে।
চার বছর ধরে চলমান তদন্তের শুরুতে টিকটক দাবি করেছিল, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) ব্যবহারকারীদের তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হয় না। কিন্তু গত মাসে তারা ডিপিসিকে জানায়, চীনের সার্ভারে ২০২০-২২ সাল পর্যন্ত সীমিত তথ্য সংরক্ষণ করা হয়েছে। ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে জানান, টিকটক তাদের কাছে থাকা তথ্যের যথাযথ মূল্যায়ন ও সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তবে টিকটক এ সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করে জানিয়েছে তারা পূর্ণাঙ্গভাবে আপিল করবে।
কোম্পানিটি দাবি করে, চীন কখনই ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চায়নি এবং তারাও কখনো এ ধরনের তথ্য দেয়নি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- জরিমানা
- তথ্য সংরক্ষণ
- আইন লঙ্ঘন