৮ মৌসুমে ৫০০ ছুঁয়ে আইপিএলে অনন্য কোহলি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:০৭

আইপিএল মানেই যেন ধারাবাহিকতার প্রতিশব্দ ভিরাট কোহলি। আরও একবার সেই ছাপ রেখে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্রেট। দুর্দান্ত পথচলায় এবারও তিনি পেরিয়ে গেলেন ৫০০ রান। গড়ে ফেলেছেন অনন্য এক কীর্তি।


চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার ৩৩ বলে ৬২ রানের ইনিংসটির পথে এবারের আইপিএলে ৫০০ রান পূর্ণ হয় কোহলির। ৫০৫ রান নিয়ে সর্বোচ্চ রানের স্বীকৃতি অরেঞ্জ ক্যাপও আপাতত তার মাথায়।


সর্বোচ্চ রানের সেই লড়াই চলবে মৌসুমের শেষ পর্যন্ত। তবে একটি লড়াইয়ে তিনি ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গড়ে ফেলেছেন রেকর্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে দেখা পেয়েছেন ৮টি ভিন্ন মৌসুমে ৫০০ রানের মাইলফলকের।


ওয়ার্নার ৫০০ ছুঁয়েছেন ৭ মৌসুমে। তার আইপিএল ক্যারিয়ার এখন শেষ বলেই ধরে নেওয়া যায়। সামনের মৌসুমে তাই রেকর্ডটি আরও বাড়িয়ে নেওয়ার হাতছানি থাকবে কোহলির সামনে।


কোহলিকে তাড়া করবেন লোকেশ রাহুল। এখনও পর্যন্ত ৬ মৌসুমে অন্তত ৫০০ রানের স্বাদ পেয়েছেন তিনি। এবারও তার সামনে সুযোগটি আছে। দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান ৯ ইনিংসে করেছেন এখনও পর্যন্ত ৩৭১ রান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও