শেষ ওভারের থ্রিলার জিতে প্লে-অফে এক পা বেঙ্গালুরুর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৯:৫৪

সহজ ক্যাচ হাতছাড়া, শেষ মুহূর্তে সেঞ্চুরি বঞ্চিত আয়ুশ মহাত্রে ও শেষ ওভারে নো বলে ছয় মিলিয়ে দুর্দান্ত এক থ্রিলার ম্যাচ ‍উপহার দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। যেখানে শেষ পর্যন্ত বেঙ্গালুরুই শেষ হাসি হেসেছে। শেষ বলের এই রোমাঞ্চকর জয়ে যশ দয়ালের যেমন অবদান ছিল, তেমনি প্রথম ইনিংসে তাদের বড় পুঁজি পেতে ভূমিকা রাখে বিরাট কোহলি ও রোমারিও শেফার্ডদের ব্যাটিং তাণ্ডব।


বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল (শনিবার) আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান তোলে। তাদের পক্ষে কোহলি সর্বোচ্চ ৬৩, জ্যাকব বেথেল ৫৫ এবং শেফার্ড ৫৩ করেন। লক্ষ্য তাড়ায় তরুণ ওপেনার মহাত্রের ৯৪ এবং রবীন্দ্র জাদেজার ৭৭ রানে প্রায় জয়ের দ্বারপ্রান্তেই ছিল চেন্নাই। তবে আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা দলটির ইনিংস ২১১ রানে থামে। ফলে হার মানতে হয় ২ রানে।


টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বেঙ্গালুরুর শুরুটা ছিল আগুনে মেজাজের। দুই ওপেনার কোহলি ও বেথেল ঝড় তুলেছেন প্রতিযোগিতা করে। ৯.৫ ওভারে তাদের সেই জুটি ভাঙে বেথেলের বিদায়ে, ওই মুহূর্তে বেঙ্গালুরুর সংগ্রহ ৯৭ রান। তরুণ এই ইংলিশ ব্যাটার ৩৩ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন। কিছুক্ষণ পর ব্যাকওয়ার্ড পয়েন্টে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী কোহলিও। তার ৬২ রানের ইনিংসটি সাজান ৩৩ বলে ৫টি করে চার-ছক্কায়।


মাঝে নিয়মিত বিরতিতে তিনটি উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়ার পথে শঙ্কায় পড়ে বেঙ্গালুরু। একে একে ফেরেন দেবদূত পাডিক্কাল (১৭), জিতেশ শর্মা (১১) ও অধিনায়ক রজত পাতিদার (৭)। শঙ্কা ছাপিয়ে একপ্রান্তে ঝড় তোলেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। আইপিএলের দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নেন মাত্র ১৪ বলে। ৪টি চার ও ৬ ছক্কায় তিনি ৫৩ রান করেন। ফলে ২১৩ রানের বড় পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও