
শাহরুখের কলেজজীবনের অদেখা ছবি ভাইরাল
গতকাল থেকেই অন্তর্জালে ঘুরছিল ছবিগুলো। শাহরুখ খানের ছবি। তবে তিনি তখন নায়ক নন, ছবিগুলো হিন্দি সিনেমায় প্রবেশের আগে তোলা। ছবিগুলো দেখে অনেকে নানান রকম মন্তব্য করেন। কেউ বলেন, ছবিগুলো এআই দিয়ে বানানো। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিগুলো শাহরুখ খানের কলেজজীবনে তোলা।
শাহরুখের অদেখা, দুষ্পাপ্য ছবিগুলো শেয়ার করেছেন অভিনতা অমর তিওয়ারি। ২০০১ সালে সুপারহিট সিনেমা ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় অমর ও শাহরুখকে।
তিনিই সম্প্রতি শাহরুখের কলেজজীবনের ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। অমর জানিয়েছেন, ছবিগুলো ১৯৯০ সালের বিভিন্ন সময়ে তোলা।
ছবিগুলো শেয়ার করে অমর লিখেছেন, ‘পুরোনো ছবিগুলো দেখতে দেখতে আগের সময় ফিরে গেলাম। একটি ছবিতে শাহরুখের সঙ্গে আমার ছেলে মনোজকে দেখা যাচ্ছে। ছবিগুলো ১৯৯০ সালে দিকে তোলা, তখনো শাহরুখের বলিউডে অভিষেক হয়নি। সে তখন একটি মঞ্চনাটকের দলে কাজ করত।’
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় শাহরুখের। পরের বছর ‘বাজিগর’ ও ‘ডর’ দুই সিনেমা দিয়ে আলোচনায় আসেন অভিনেতা।
- ট্যাগ:
- বিনোদন
- ছবি ভাইরাল
- শাহরুখ খান